বাণী

আফজাল হোসাইন খান

– সম্পাদক মন্ডলীর সভাপতি

আসসালামু আলাইকুম, সুপ্রিয় পাঠক/পাঠিকা
আপনাদের সহযোগিতা ও অকৃত্রিম ভালোবাসায় আবারো “আলোর শিখা” এপ্রিল’ ২০২২ সংখ্যা প্রকাশ করতে পেরে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রহমত, মাগফিরাত ও নাজাত লাভের বাণী নিয়ে বিশ্বের মুসলমানদের দুয়ারে আবারও উপস্থিত হয়েছে পবিত্র রমজান মাস। মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রশান্তি লাভ করবে মুসলমানরা। এ মাসে আল্লাহ তাঁর বান্দাদের কঠোর ত্যাগ, ধৈর্য, উদারতা ও সততা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। আমরা প্রত্যাশা করি, রমজানে মুসলমানদের ত্যাগ ও সংযমের চর্চায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখন্ডের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনও আলোকিত হবে।
জাগতিক নিয়মের পথ-পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার সমাগত
-১৪২৯ বঙ্গাব্দ। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ। বাঙালি জাতিগোষ্ঠীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষের সূচনাক্ষণ এমন এক সময় আমাদের দ্বারে সমাসীন যখন সারা দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দরুন জনজীবনে নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে। তার মধ্যে সমাগত পবিত্র রমজান মাস। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব উদযাপনকে কেন্দ্র করে সেসব দেশে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বিশেষ মূল্যছাড়ের রেওয়াজ সুদীর্ঘকাল থেকে প্রচলিত রয়েছে। বাংলা সন ও নববর্ষ উদযাপন মূলত মুসলিম ঐতিহ্যজাত এবং মুসলিম শাসকরাই তা প্রবর্তন করেন। বাংলা সনের সঙ্গে বাংলার শাসনব্যবস্থার সংস্কারে মুসলমান শাসকদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এটা আমাদের ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে অনেকে বাংলা বর্ষবরণের সঙ্গে পৌত্তলিক সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পর্ক আবিষ্কার ও তা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
সুস্থ সংস্কৃতির অস্তিত্ব রক্ষাই আজ দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। সাংস্কৃতিক ঐতিহ্য কে বজায় রাখা সাহিত্য ছাড়া অসম্ভব। তাই এই সাহিত্যকে আঁকড়ে বেঁচে থাকার অনুপ্রেরণায় “আলোর শিখা” সাহিত্য ম্যাগাজিন বাংলা সাহিত্যকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।
যাদের লেখায় “আলোর শিখা” পেল প্রাণ, তাদের জানাই প্রীতিময় শুভেচ্ছা। আর যাদের লেখা ছাপার অক্ষরে রূপ পেল না তাদের এই সাহিত্য প্রয়াস আগামী দিনের অনুপ্রেরণা হবে বলে আমার বিশ্বাস। যাদের অক্লান্ত শ্রম, মেধা ও প্রজ্ঞার দ্বারা “আলোর শিখা” পেল সফলতা, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি কর্মগুনে এই ম্যগাজিন অত্র অঞ্চলের সচেতন অভিভাবক, মেধাবী শিক্ষার্থী ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ
করতে সক্ষম হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *