ফকির মাহবুবুল আলম
তুমি কি জানো?
জীবনে ভাঙা গড়া আছে
সাগরে ভাটার পর জোয়ার আসে
নদী তীর সৌন্দর্য্য হারিয়ে ফিরে পায় শরতে
নদী স্রোত হারিয়ে আবার পায় বর্ষায় ফিরে।
তুমি কি জানো?
শীতে পাতা ঝরা গাছ পূর্ণতা পায় বসন্তে
কোয়াশাচ্ছন্নতা কেটে যায় সূর্য যখন ভাসে
সুর্যাস্ত হয় আবার উদয় আছে
অবিরাম ঢেউয়ের মাঝেও দ্বীপ গড়ে উঠে সাগরে।
তুমি কি জানো?
এতসব আবর্তন বিবর্তন হয় কেন?
তোমাকে ভরসা দিতে হারালেও ফিরে পাবে।
তবে তুমি হতাশ কেন?
তুমি জাগো জেগে উঠো
তবে তুমি সফল হবেই হবে।