পিরি রেইসের মানচিত্র: অজানা ইতিহাসের এক টুকরো দলিল
আশরাফুল ইসলাম শিক্ষার্থী, শ্রীপুর কলেজ ১৯২৯ সাল, তুরস্কের কনস্টান্টিনোপল (বর্তমানে ইস্তাম্বুল) শহরের ঐতিহ্যবাহী ‘তোপকাপি প্রাসাদের গুদামঘর সাফাইয়ের কাজ চলছে। সেখান থেকে উদ্ধার করা বিভিন্ন মূল্যবান পান্ডুলিপি সংগ্রহ করে জার্মান গবেষক গুস্তাভ ডিসমানের নিকট প্রেরণ করা হলো। তিনি বেশ সতর্কতার সাথে পান্ডুলিপিগুলো পর্যবেক্ষণ করছেন। কয়েক শত বছরের পুরাতন পান্ডুলিপিগুলো হাতের স্পর্শে ঝরে পড়তে চায় যেন। বেশ…